মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকার মেসার্স আনারুল স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় সাত হাজার টাকা ও আমঝুপি বাজারের মেসার্স আলমিজ ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করা ও রং মেশানো সাদা চাল কে লাল চাল বলে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম ও এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম উপস্থিত ছিলেন।