প্রথম রাজধানী :
মেহেরপুরে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অস্থায়ী প্রতিকৃতিতে স্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক ড. মুনসুর অলী খান, পুলিশ সুপার রাফিউল আলম , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামসহ মেহেরপুরের বিভিণœ সরকারি ,আধাসরকারি প্রতিষ্ঠান সমুহ।
জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড, মুহাম্মদ মুনসুর আলম খান।
এছাড়া জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা কবিতা আবৃতি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পূর্ববর্তী খবর