মেহেরপুর প্রতিনিধি ( ২১.০২.২৪)
মেহেরপুর জেলাপ্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের শহিদ শামসুজ্জোহা নগর উদ্যানের কেন্দ্রীয় শহীদ মিনারে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনর পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক প্রশাসক মোঃ শামীম হাসান ও জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা। পুস্পমাল্য অর্পন শেষে ভাষা শহীদদেও আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।