মেহেরপুর প্রতিনিধি;
হিট এ্যাকশন ডে উপলক্ষে তীব্র তাপদাহ মোকাবেলায় করনিয় উপায় নিয়ে সচেতনা বাড়াতে মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি র্যালী ও পথ নাটক করেছে। আজ রবিবার সকাল ১১ টায় মেহেরপুর জেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা মোড়ে এসে শেষ হয়। র্যালী শেষে সেখানে পথ নাটক অনুষ্ঠিত হয়।
র্যালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম , সেক্রেটারি খন্দকার একরামুল হক হিরা , কার্যনির্বাহি সদস্য সোহাগ ও যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা শান্ত ও মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
এয় সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম বলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়ারর দেশ সমূহ অনেক ক্ষতিগস্ত। বাংলাদেশ সহ এই দেশসমূহের উষ্ণতা অনেক বেড়ে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে হিট স্টোক থেকে সাধারন মানুষকে সচেতন করতে সারা বাংলাদেশে একসাথে হিট একশন ডে পালন করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এ সময় তিনি তীব্র তাপদাহ মোকাবেলায় বেশি বেশি পানি পান , প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া , অপ্রয়োজনে ঘর থেকে বেড় না হতে , বাইরে থাকলে মাঝে মাঝে ঠান্ডা শিতল জায়গায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন ।