মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরাইেনসহ ২জনকে আটক করেছে গাংনী র্যাব-১২। রবিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা-দক্ষিণ যাদবপুর ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ঘাষেপাড়ার আব্দুর সাত্তারের ছেলে শাহীন হােেসন (১৯) ও একই গ্রামের পশ্চিমপাড়ার ইসরাফিল আলীর ছেলে রফিকুল ইসলাম (৩২)। এ সময় তাদের নিকট থেকে ১১ গ্রাম হেরোইন, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১১শ টাকা জব্দ করা হয়। র্যাব সূত্র জানায়, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল রফিকুল ও শাহীন। এদিন গাপেন সংবাদের ভিত্তিতে দক্ষিণ যাদবপুর সাকিনস্থ ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে মাদক,নগদ টাকা ও মোবাইল ফোন সহ ২জনকে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্ববর্তী খবর