মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে ৯ বছরের শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধর্ষণকারীদের রক্ষার উদ্দেশ্যে মামলার বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে যোগসাজশে মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে। তারা এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেইসঙ্গে মামলার মূল বিষয়কে আড়াল করতে জড়িত আইনজীবীদের সনদ বাতিলেরও জোর দাবি তোলেন।
এ সময় বক্তৃতা দেন প্রতিবাদী ছাত্ররা। তারা বলেন, ধর্ষণকারীদের জামিন করানো আইনজীবী এ্যাডভোকেট কামরুল ইসলাম ও পারভীন সুলতানার সনদ বাতিল না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। বক্তারা দাবি করেন, ধর্ষণকারী ও ধর্ষণকারীদের জামিনে সহায়তাকারীরা উভয়ই সমান অপরাধী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রনেতা নাসিম, মুন্না, বিপ্লব, গাফফারসহ অসংখ্য প্রতিবাদী ছাত্র-জনতা। তারা ঐক্যবদ্ধভাবে দাবি জানান—শিশু উজালার প্রতি ঘটে যাওয়া নির্মমতার যেন দ্রুততম সময়ের মধ্যে সুবিচার হয়।