মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে সমবায় অফিসের উদ্যোগে দুদ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের আওতায় ২শজন সুবিধা ভোগীর মাঝে ১ লাখ ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকার লোন প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাস ভবনে লোনের চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অথিতি হিসেবে উপস্থিথ থেকে এ চেক সুবিধা ভোগীদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, মেহেরপুর সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা।
প্রকল্পের সুবিধা ভোগীরা আগামী ১৫ মাস পর থেকে মাসিক ৪২শ টাকা করে লোন পরিশোধ করার সুযোগ পাবেন। এর আগে তারা গাভী অথবা ষাড় গরু কিনে বড় করে বিক্রি করে স্বাবলম্বি হওয়ার সুযোগ পাবেন। মেহেরপুরে মোট ১৪শ জনকে এ সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যে ১১শ জন এ সুবিধার আওতায় এসেছেন।
পূর্ববর্তী খবর