মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের আমঝুপিতে চ্যানেল ২৪ এর সাংবাদিক রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেলের উপর বর্বরোচিত হামলার অন্যতম আসামি পাপ্পুকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে চুয়াডাঙ্গার জীবননগর থেকে আটক করা হয়। সে আমঝুপি গ্রামের মৃত প্যাডির ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে , মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে পাপ্পুকে চুয়াডাঙ্গার জীবননগর থেকে গ্রেপ্তার করা হয়েছে । দুপুরে পাপ্পুকে নেয়া হয় মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল রানার আদালতে। আদালত আগামী ২২ ফেব্রæয়ারী তার রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।
গেল ১২ ফেব্রæয়ারী আমঝুপিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনার মামলার এজাহার নামীয় ৪নং আসামি এই পাপ্পু। তাকে জিজ্ঞাসাবাদ করলেই হামলার রহস্য এবং হামলাকারী অন্যান্যদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে মনে করেন ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী।