মেহেরপুরে ২ কেজি গাঁজাসহ মাগরিব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার মেহেরপুর সেনাবাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার করমদি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে । আটক ওয়াসিম ওরফে মাগরিব করমদি গ্রামের মৃত আঃ কুদ্দুসের ছেলে ।
সেনাবাহিনীর মেজর ফারহান জানান, তিনি সহ ক্যাপ্টেন রিফাত সঙ্গীয় সেনাবাহিনীর সদস্য নিয়ে করমদি গ্রামের মাদক চোরাকারবারি মাগরিব কে তল্লাশি করে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে থাকা গাঁজাসহ তাকে আটক করে । পরে গাংনী থানায় মাদকদ্রব্য বিরোধী আইনে মামলা রুজু করার জন্য শোপর্দ করা হয়েছে।