মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ঘোষিত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসাহ ভাতা সহ ৮ দফা দাবি পূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন মেহেরপুর জেলা শাখার আহবায়ক মো. আশরাফুজ্জামান এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলিফ হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, সহকারী শিক্ষক শ্বাশত নিপ্পন চক্রবতী প্রমূখ।
এসময় বক্তারা ঐতিহাসিক মুজিব বর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষনার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা’ বাস্তবায়ন করা, আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি শিক্ষকদের অনুরূপ বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দাবি জানান।
পূর্ববর্তী খবর