মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে অভিযান পরিচালানা করে ৫জন দালালকে আটক করে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত।
আজ মঙগলবার সকাল ১১টার সময় সহকারি কমিশনার রনি খাতুন এয় ভ্রামমান আদালত পরিচালনা করেন ।। দন্ডিতরা হলেন মোঃ জামান পিতা মোঃ আনারুল ইসলাম সাং যাদবপুর , মোছাঃ সুমি খাতুন পিতা ইজারুল সাং রাজপুর , মোঃ সোহাগ পিতা দেলোয়র হোসেন সাং দিঘিরপাড়া , জেসমিন পিতা আলাল উদ্দিন সাং দিঘিরপাড়া ও মোছাঃ খাজুরা খাতুন স্বমী মোঃ মিঠু সাং গোরস্থান পাড়া থানা, জেলা মেহেরপুর ।
সহকারি কমিশনার রনি খাতুন বলেন দালালরা রোগিদের বিভিন্ন ভাবে ভুল বুঝিয়ে বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যায় যেসব ডায়গনস্টিক সেন্টারের ভালো কোন যন্ত্রপাতি নেয় এমন অভিযোগের ভিত্তিতে ভ্রামমান আদালত পরিচালনা করা হয়েছে । জনগনের সেবার জন্য সরকার হাসপতালে সর্বচ্চ সেবার ব্যাবস্থা রেখেছে তারপরেও কতিপয় দালালদের জন্য সাধারন জনগন বিভ্রান্তিতে পড়ে প্রতারিত হচ্ছে সেকারনে জনদুর্ভোগ আইন ১৮৬০ এর ২৯১ ধারায় ৫জন দালালকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে । ভবিষৎ-এ হাসপাতালকে দালাল মুুক্ত রাখতে এয় ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
ভ্রামমান আদালত পরিচালনা করার সময় অতিরিক্ত পুলিশ সুপার (্সার্কেল) আজমল হোসেন সহ সদর থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন ।
পূর্ববর্তী খবর