মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা যুবউন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে ৩ মাসব্যাপী যুব প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কনিকা ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতা বিতরণ করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কেএম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রশিক্ষক মাহমুদা খাতুন। বক্তব্য রাখেন প্রশিক্ষক মাসুদ আল আহসান নোভেল, প্রশিক্ষণার্থী মিতা খাতুন প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়।