মেহেরপুর প্রতিসনধি:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উদ্যোগে পটুয়াখালী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় জয়ের মধ্যে দিয়ে মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৬ একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর জেলা একাদশ যশোর জেলা একাদশকে ২ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে যশোর জেলা একাদশ নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে তামিম সর্বোচ্চ ১১৭ রান করেন।
জবাবে খেলতে নেমে মেহেরপুর জেলা একাদশ ৪৯.১ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।মেহেরপুরের পক্ষে হাসিবুল সর্বোচ্চ ৯০ রান করেন।তামিম যশোরের পক্ষে তিনটি উইকেট লাভ করেন। খেলায় মেহেরপুর জেলা দলের হাসিবুল ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। খেলা শেষে পটুয়াখালী জেলা প্রশাসক কামাল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।