মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওআমী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওআমী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওআমী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, শহর আওআমী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, আমদাহ চেয়ারম্যান আনারুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি প্রমূখ।