মেহেরপুর প্রতিনিধি (২৩.০৬.২৩)
মেহেরপুর জেলা আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
আজ শুক্রবার ( ২৩ জুন) বিকাল ৫ টায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হেসেনের নেতৃত্বে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে একটি আনোন্দ র্যালী বের করা হয়। এর পর র্যালীটি মেহেরপুর শহর পদক্ষিণ করে মেহেরপুর কোট চত্বরে এসে শেষ করে। র্যালী শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
আপর দিকে একই সময়ে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ার ম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর সদর উপজেলা আডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জসিউর রহমান বকুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিব নগর উপজেলা পরিষদেও চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম মোল্লা, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, মেহেরপুর যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহাফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আশকার আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে সেখানে কেক কাটা হয়। এরপর একটি আনোন্দ র্যালী মেহেরপুর উপজেলা অডিটরিয়াম থেকে বের হয়ে মেহেরপুর শহর প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।