প্রথম রাজধানী
ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত ও ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । মেহেরপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের এ সময় উপস্থিত ছিলেন।