মেহেরপুর প্রতিনিধি:
মেহেররপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমার্থিত প্রার্থী আব্দুস সালাম (কাপ পিরিচ) ১শ ৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ¦ গোলাম রসুল(আনারস) ১শ ১৫ ভোট পেয়েেেছন।
সাধারণ সদস্য পদে ১নং(মুজিবনগর উপজেলা) ওয়ার্ডে আজিমুল বারি মুকুল ( টিউবওয়েল) ২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আলমাস হোসেন (তালা) পেয়েছেন ১৭ ভোট। এছাড়া সোহেল রানা (বৈদুতিক পাখা) পেয়েছেন ১৪ ভোট, আবু হাসান (অটোরিক্স) পেয়েছেন ০২ ভোট পেয়েছেন।
২ নং( মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডে ইমতিয়াজ বিশ্বাস মিরন (টিউবওয়েল) প্রতিকে ৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রফিকুল ইসলাম (বৈদুতিক পাখা) পেয়েছেন ৫১ ভোট।
৩নং ( গাংনী উপজেলা) ওয়ার্ডে মিজানুর রহমান (টিউবওয়েল) ৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মজিরুল রহমান (অটো রিক্স) পেয়েছেন ৫১ ভোট। এ ছাড়া হাফিজুর রহমান (তালা) প্রতিকে ২৮ পেয়েছেন ভোট, জাহাঙ্গির আলম বৈদুতিক পাখা প্রতিকে পেয়েছেন ০ (শুন্য) ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে জয়লাভ করেছেন শামিম আরা হিরা (ঘড়ি) ৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নারগিছ আরা (মাইক) ৬৩ ভোট পেয়েছেন। এ ছাড়া উম্মে সালমা (ফুটবল) ৪ ভোট পেয়েছেন।
আজ সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়া ইভিএম এ ভোট গ্রহণ সম্পন্ন হয়। মেহেরপুরে ৩ টি কেন্দ্রে ৬ টি বুথে মোট ২শ ৯৪ জন প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ টি ভোট বাতিল হয়েছে।