মেহেরপুর প্রতিনিধি: (৩১/০৭/২০২৩)
রাজধানীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ হামলা নির্যাতন ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে মেহেরপুর জেলা বিএনপি জনসমাবেশ করেছে। আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এ জনসমাবেশ করা হয়।
এ সময় বক্তারা বলেন, গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসদের আক্রমণ হামলা নির্যাতন ও গণগ্রেপ্তার করে বিএনপিকে দমিয়ে রাখার পায়তারা করছে সরকার। লড়াই যখন শুরু হয়েছে তখন জনগণের অধিকার ফিরিয়ে ঘরে ফিরবো আমরা। অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে না হলে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটনা হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড: মারেফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


পূর্ববর্তী খবর