মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অতিরিক্ত টাকা না দিলেই আবেদন ফরমে নানা ভুল আছে এমন অভিযোগ তুলে বার বার ঘোরানো হয় পাসপোর্ট প্রত্যাশিতদের। তবে পাসপোর্ট অফিসের দালাল বা অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত টাকা দিলেই নিমেষেই সব ভুল সঠিক হয়ে যায়। ফলে টাকা দিলেই দ্রুত পাসপোর্ট পাওয়া যায়, না দিলে দিনের পর দিন ঘুরতে হয় গ্রাহকদের। এর প্রতিবাদ বা প্রতিকার চাইলে আরো বিপদ নেমে আসে। অফিসে দায়িত্বরত আনসার ও কর্মচারীরা প্রতিবাদকারির উপর চালান নির্যাতন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে ফাইল জমা দেওয়া না গেলেও দালল বা আফিসের কর্মকর্তাদের সাথে লেনদন করলেই নিমিশেই ফরমের সব ভুল ঠিক হয়ে যায়। এমন অভিযোগ পাসপোর্ট প্রত্যাশিতদের।
বিদেশে কর্মসংস্থান ও চিকিৎসার জন্য নতুন পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসে ছুটে আসতে হয় মানুষকে। দ্রুত পাসপোর্ট পেতে জরুরি পাসপোর্ট ফি প্রদান বা আবেদন নিবেদন করে কোন কাজ না হওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত টাকা গুনে দিতে হচ্ছে গ্রাহকদের। যেন এ ঘটনা দেখেও দেখার কেউ নেই। এভাবে পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের কারণে অতিষ্ঠ মেহেরপুরবাসী।
পাসপোর্ট প্রত্যাশী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছেন। টাকা দিয়েও স্বীকার করার কোনো পথ নেই। কারণ স্বীকার করলে তার পাসপোর্ট নানা অজুহাতে আটকে দিতে পারে কর্তৃপক্ষ। গাংনী উপজেলার আরিফুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যাবেন। গত দুই মাস ধরে পাসপোর্ট পেতে আঞ্চলিক অফিসে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন। দ্রুত পাসপোর্ট পেতে অতিরিক্ত টাকা চেয়েছিলেন পাসপোর্ট অফিসের লোকজন। না দেওয়ায় তাকে ঘুরতে হচ্ছে। সহসা পাবেন কি-না তাও জানেন না।
মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শাহিনুর রহমানের কক্ষে প্রবেশ করে তৌহিদ আহম্মেদ টিটু নামে এক দালালকে ৪ টি পাসপোট নিয়ে বসে থাকতে দেখাযায়। তৌহিদ আহম্মেদ টিটু নিজেকে ছাত্র লীগের সাবেক নেতা বলে গর্বের সাথে নিজের পরিচয় তুলে ধরেন।তিনি বলেন আমাদের চলতে হবে কাজ করতে হবে এভাবে ডিস্ট্রাব করলে হবেনা। তবে তিনি এখন আর রাজনীতির সাথে যুক্ত নেই বলেও এক পর্যায়ে জানান।
মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শাহিনুর রহমান বলেন পাসপোর্ট অফিসের গেট খুলা থাকে তাই কে দালাল আর কে সেবা গ্রহীতা তা আমাদর চেনা সম্ভাব নয়। তবে এখানে কেউ হয়রানি হননা। কিছু ভিআইপি ব্যক্তি আছে তারা আমার কাছে আসলে তাদের সেবা দেওয়া লাগে। এ সময় তৌহিদ আহম্মেদ টিটুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ইনি একজন বিশিষ্ট্য রাজনৈতিক ব্যক্তি এধরনের ব্যক্তিরা আমার কাছে সেবার জন্য আসবে এটাই স্বাভাবিক।
পূর্ববর্তী খবর