মেহেরপুর প্রতিনিধি
আঃ সামাদকে সভাপতি ও মোহাম্মদ আকতারুল ইসলাম কালুকে সাধারন সম্পাদক করে মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধায় পাঁচ নম্বর ওয়ার্ড কাথুলি বাসস্ট্যান্ডে এ কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর খান সাতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, মোঃ আমিরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মীর ফারুক, ওমর ফারুক লিটন, রোমানা আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, সাব্বির, মীর মারুফ, আশরাফপুর বিএনপির নেতা ইলিয়াস হোসেন, জমিরুল ইসলাম, আব্দুল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন

