মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থী মোতাছিম বিল্লাহ মতু নির্বাচনী ইসতেহার ঘোষনা করেছেন। আজ শনিবার মেহেরপুর প্রেসক্লাবে এ নির্বাচনি ইসতেহার ঘোষনা করেন। নির্বাচনী ইসতেহার ঘোষনার আগে তিনি বলেন পৌর নির্বাচন নিয়ম অনুযায়ী ৫ টির উপর নির্বাচিনী অফিস করার কোন সুযোগ নেই কিন্তুু আওয়া মীলীগের প্রার্থী মাহফুজুর রহমান রিটন অন্ততো ৫০ টির অধিক নির্বাচনি অফিস করে নির্বাচনের আচারণ বিধি লংঘন করেছেন। এ ছাড়া তিনি ও তার সমার্থিত লোকজন আমার স্টিকারের ওপর স্টিকার মারছেন। পোস্টার ছিড়ে দিচ্ছেন। নির্বাচন আচারণ বিধি ভেঙ্গে পথ সভা করছেন। আমার কর্মীরা রাস্তায় বেরালে তাদের ছবি তুলে দেখে নেবার হুমকী দিচ্ছেন। আমার প্রচার ম্যানকে মারধর করার হুমকী প্রদান করছেন। এ বিষয়ে রিটানিং কর্মকর্তা , নির্বাচন কমিশন জেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্ট্য দপ্তরে পাঁচের অধিক লিখিত অভিযেগ দিয়েছি কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো বলেন সারা শহরের রাস্তায় ময়লা আর দুগন্ধে হাটা যায়না। ১৬ লক্ষ টাকায় ইজরা দেওয়া গড় পুকুর ইজরা দারদের কাছ থেকে জোর করে দখল নিয়ে এই ৫ বছর তার ছেলেরা ভোগ দখল করছে। এতে পৌরসভার রাজস্ব ক্ষতি হয়েছে । পৌর সভার কর্মকর্তা কর্ম চারিদের ২৮ মাসের বেতন বাকি। ৮০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি।
এর পর তিনি তাঁর ১০ দফা ইসতেহার পাঠ করেন। ইসতহারে তিনি বলেন আস্বচ্ছল পিতা মাতার কণ্যাদের বিবহরব জন্য বিববাহ উপহার কার্ড প্রদান, নারীদের সবলম্বি করতে নারীূ উদ্যোক্তা ডেক্স চালু, শহরের পৌর গড় পুকুরকে সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করা হবে যাতে করে গড় পুকুরটিকে বিনোদনমুখি হয়ে ওঠে। মেহেরপুর পৌর কর্মকর্তা/কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ সহ নিয়মিত বেতন প্রদানের ব্যবস্থা করা হবে। ইঞ্জনচালিত রিকসা, ইজিবাইকের পৌর কর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। কিডনী এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য এককালিন মানবিক সহায়তা হিসেবে ১০ হাজার করে টাকা প্রদান করা হবে। সনাতন ধর্মালম্বিদের পৌর শ্বসানঘাটকে আধুনিকভাবে গড়ে তোলা হবে, শহরের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মসজিদ, মন্দীরসহ অন্যান্য উপসানলয়ের উন্নয়ন করা হবে। পরিচ্ছন্ন কর্মীদের জীবন মান উন্নয়নে চার হাজার টাকা ভাতার স্থলে ৫ হাজার টাকা প্রদান শতভাগ শিক্ষিত শহর বিনির্মানে ঝরে পড়া শিশুদের স্কুলমুখি করে তুলবো। অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি করা, নিরাপদ খাদ্য পানির সরবরাহের উপর বিশেষ নজরদারী রাখতে ব্লিচিং পাওডার ওয়াস ও সর্বাধিক নিরাপদ পানি সরবরাহরে ঘোষনা করেন তিনি। এ সময় তিনি বলেন আমার সময়ে (২০১৭ পর্যন্ত) পৌরসভার সকল পরিচ্ছনতায় যেসকল নিয়ম ছিল ঠিক সেই সকল নিয়মে শহর পরিচ্ছন্ন হবে।
পূর্ববর্তী খবর