প্রথম রাজধানী :
মেহেরপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়ার সদস্যরা। অর্থের বিনিময় লাইসেন্স করাসহ সেবা গ্রহীতাদের অনর্থক হয়রানি করার অভিযোগসহ দালালদের দৌরাত্ম্য অভিযোগের ভিত্তিতে দুদক এ অভিযান পরিচালনা করে।
বুধবার দুপুরের দিকে দুদক কুষ্টিয়া কার্যালয়ের সদস্যরা মেহেরপুর বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেন। দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারি পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দ, রফিকুল ইসলাম, উপ-সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, সুরাইয়া সুলতানা এ অভিযানে উপস্থিত ছিলেন।
জানা গেছে বিআরটিএ-তে ঘুষ ছাড়া কোন কাজ হয়না,দালালদের দৌরাত্ম্যসহ সেবা গ্রহীতাদের হয়রানি করার অভিযোগ পাওয়াই এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল। তবে দুদকের অভিযান শুরুন পরপরই দালালরা সেখান থেকে পালিয়ে যায় ।
পূর্ববর্তী খবর