মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলনাতনে এ ড্র অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা এমএম ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, ছাত্র নেতা সিয়ামসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
লটারির মাধ্যমে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের একজন ডিলারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।
প্রথম রাজধানী/ রাব্বি আহমেদ