জেল প্রতিনিধি মেহেরপুর : ০৪-০৩-২০২৩
মেহেরপুর সরকারি মহিলা কলেজে নবিন বরণ-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকাল ১১টার সময় মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে একাদশ শ্রেনীর ছাত্রীদের বরণ করে নিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি, সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মাহফুজুল হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর মোঃ হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড পল্লব ভট্টাচার্য্য।
অলোচনা সভা শেষে প্রবীন ছাত্রীরা নবিন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন।
পূর্ববর্তী খবর