মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা, ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। পরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের একটি সুসজ্জিত দল মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। এসময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আশরাফুজ্জামান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
কনিবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আশরাফুজ্জামান ,বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান, সেকেন্দার আলী, সিরাজ উদ্দিন, আব্দুল মান্নান, সোহরাব উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।