মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ” শতবর্ষে শতঘন্টা মুজিবচর্চা ” আয়োজনের সমাপনী ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ” শতবর্ষে শতঘন্টা মুজিবচর্চা” আয়োজনের সমাপনী ও প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করেন।
সমাপনী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক ফৌজিয়া তুলি প্রমূখ।
পরে সেখানে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা।এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, শিক্ষক নেতা কোমর উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন করা।এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।