আশারাফুন নাহার
জীবনের অর্থ শিক্ষা গ্রহণ আবার বেড়ে ওঠার মানেও শিক্ষা গ্রহণ। আমরা নতুন নতুন তথ্য বিশ্লেষণ এর মাধ্যমে শিখি। অন্যভাবে বলা যায় শেখার পদ্ধতির উপর ভিত্তি করেই আমরা তথ্য গ্রহণ করি। আমাদের প্রত্যেকেই নিজস্ব কিছু পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করে থাকি। যেমন কেউ শুনে, কেউবা দেখে, কেউ হাতে-কলমে করে আবার কেউ কেউ আছে যারা আগের তিনটি পদ্ধতিকে একত্র করে তথ্য বিশ্লেষণ করে শিক্ষা গ্রহণ করে। আবার আমরা কিভাবে তথ্য গ্রহণ করব তা আমাদের বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। Learning style কে কয়েক ভাবে ভাগ করা যায়। VAK learning style অনুযায়ী আমরা ৩ ভাবে শিখে থাকি: ১/ Visual (দর্শন) ২/ Auditory (শ্রবণ) ৩/ Kinesthetic (সংবেদন এবং স্পর্শ)
১/ Visual : এরা দেখে শিখতে পছন্দ করে। মনে মনে পড়ে। অনেক সময় নাম ভুলে যায় কিন্তু চেহারা মনে রাখতে পারে। এরা বর্ণনামূলক দৃশ্য পছন্দ করে। এরা ছবি বা চিত্রের মাধ্যমে শিখতে পছন্দ করে। অপরিচ্ছন্নতা ও movement এদের মনোযোগে বিঘ্ন ঘটার অন্যতম কারণ। বয়সভেদে এরা ম্যানুয়াল দেখে যেকোনো কিছু তৈরি করতে পারে। এদেরকে visual learner বলা হয়ে থাকে।
২/ Auditory : এরা শুনে শিখতে পছন্দ করেন তাই এরা auditory learner । এরা শব্দ করে পড়তে পছন্দ করে।এরা চেহারা ভুলে গেলেও নাম মনে রাখতে পারে এবং ওই নামের ব্যক্তির সাথে কি কথা হয়েছিল তাও অনেক ক্ষেত্রেই মনে রাখতে পারে। অনেকক্ষণ টেলিফোনে কথা বলতে পছন্দ করে। এরা নির্দেশনা না দেখে অন্যের কাছে জিজ্ঞেস করে সমাধান করতে বেশী আগ্রহী। অতিরিক্ত শব্দ ও কোলাহলের ফলে সহজেই মনোযোগ হারিয়ে ফেলে।
৩/ Kinesthetic : Kinesthetic learner রা লিখে লিখে পড়া মনে রাখতে ও শিখতে পছন্দ করে। অ্যাকশনধর্মী গল্প বেশি পছন্দ করে। বারান্দা বা ঘরের ভেতরে হাঁটতে হাঁটতে কাজ করতে পছন্দ করে যেমন চিন্তা করা, পড়া মুখস্ত করা। কারো সাথে পরিচিত হওয়ার পর তার সাথে কি কাজ করেছিল তা মনে রাখতে পারে এবং তার সাথে কাটানো সময়কে অনুভব করতে পারে। এরা শারীরিক ও মানসিকভাবে নিজেকে ব্যস্ত রেখে শিক্ষা গ্রহণ করতে পছন্দ করে।
অধিকাংশ মানুষের মধ্যেই দেখা যায় যে উপরে উল্লেখিত তিনটি learning style এর মধ্যে যে কোনো একটি style dominant থাকে। আবার কারো কারো ক্ষেত্রে এই তিনটি শেখার পদ্ধতি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে। আমরা যদি আমাদের শিশুর learning styleকে বুঝতে পারি তাহলে তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।
( ডেভেলোপমেন্টাল থেরাপিস্ট, শিশু বিকাশ কেন্দ্র,
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল)