মেহেরপুর প্রতিনিধি : ২০-০৫-২০২৩
শিক্ষা হচ্ছে সবচেয়ে দামি বিনিয়োগ মা বাবার জন্য। শন্তানরা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এরাই আগামিতে আমাদের ভবিষৎ, এরাই পিতামাতার মুখ উজ্জল করবে । দেশ কে এগিয়ে নিযে যাবে । আমাদের অর্থনিতিকে শক্তিশালী করবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি আজ শনিবার দুপুরে কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৫০বছর সুবর্ণজয়ন্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । তিনি আরও বলেন
মুজিবনগর আমাদের অহংকার, আমাদের সম্পদ। তাই আমরা এগিয়ে যাচ্ছি মুজিবনগর ঘিরে। বাংলাদেশে অত্যান্ত শক্তিশালী অর্থনীতি জনপদে পরিনত হয়েছে মেহেরপুর মুজিবনগর ।
কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড কাজী শহিদুল হকের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা আওয়ামীলীগের সাধাররন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক , মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধাররন সম্পাদক ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ- জামান, মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবল আলম শান্তি , মেহেরপুর মহিলা যুবলীগের আহবায়ক সামিরা বশিরা পলি, ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন ।
পূর্ববর্তী খবর