মেহেরপুর প্রতিনিধি:
শিলা বৃষ্টি আর ভারি বাতাসে মেহেরপুরে গমের ব্যাপক ক্ষতি হয়েছে। আধাপাকা গম অধিকাংশ মাঠেই মাটির সাথে শুয়ে পড়েছে। এতে চলতি মৌসুমে গমের মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করছে চাষিরা। চলতি মাসেই দইুবার লাগাতার বৃষ্টিতে শুধু গমই নয়, ক্ষতির মুখে পড়েছে ভুট্টা, মশুরি, কলা, সবজিসহ বিভিন্ন রবি ফসল। বারি-৩১, বারি-৩২, বারি-৩৩ রোগ প্রতিরোধী ও জিংক সমৃদ্ধ উচ্চফলনশীল নতুন জাতের গমে এবার ভালো ফলন আশা করছিল কৃষক ও কৃষিবিভাগ। ব্লাস্ট রোগ প্রতিরোধী নতুন জাতের গম চাষ করে আশার আলো দেখছিল জেলার কৃষকরা।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে মেহেরপুরে প্রায় ১১ হাজার ৭০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গতকাালকের বৃষ্টিতে প্রায় অর্ধেকেরও বেশি গম ক্ষতির মুখে পড়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গিয়ে দেখা মাঠের পর মাঠ গম মাটিতে পড়ে আছে।
সদর উপজেলার বুড়িপোতা গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, এ সময় মাঠে আধা পাকা গম রয়েছে। বৃষ্টিতে এখন নানা রোগের আক্রমণ দেখা দেবে। নিয়ন্ত্রণ করা না গেলে ফলন বিপর্যয় হতে পারে। এছাড়াও গম পড়ে যাওয়াতে চিটা বেশি হবে।
সবজি চাষখ্যাত সাহারবাটি গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, শীতকালের বৃষ্টি ফসলের জন্য খুবই বিপদজনক। রোগবালাই নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়বে। তিন বিঘা গমের প্রায় সবই মাটিতে পড়ে গিয়েছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক স্বপন কুমার খাঁ বলেন, বৃষ্টি কী পরিমাণ হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় চাষিদেরকে ফসলের প্রতি বিশেষ নজর দিতে হবে।