মেহেরপুর প্রতিনিধি:
সমাজ উন্নয়নমূলক কাজের প্রত্যয় নিয়ে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হঠাৎ রাস্তায় আফিস অঞ্চলে, হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে, বন্ধু, কী খবর বল, কত দিন দেখা হয় নি। কবির কথা বাস্তবে রুপ দিয়ে, বুধবার সকালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৯৯৫ সালের মানবিক ও বিজ্ঞান বিভাগের মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সমাবেত হয়। অনেকের সাথে দীর্ঘদিন পরে দেখা, সবাই আনান্দে আপ্লুত হয়ে নিজেদের মধ্যে মতবিনিময় শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন আমরা ইতিমধ্যে অনেক সামাজিক উন্নয়ন মূলক কাজ করেছি যেগুলো ছিলো আমাদের নিজিদের মধ্যে সময় এসেছে আমাদেরকে মেহেরপুরের মানুষের কাছে আলাদা ভাবে পরিচিতি করার। সেই লক্ষে ব্যাচ ৯৫ এর নিজস্ব অফিস করতে হবে। ব্যাচ ৯৫ ফাউন্ডেশন করতে হবে। এই ফাউন্ডেশন থেকে এই স্কুলের মেধাবি ছাত্রদের উপবৃত্তি প্রদান ,রক্তদান কর্মসুচি সহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ করতে হবে।
মফিজুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহিনুরজামান পলেন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাচ ৯৫ এর উপদেষ্টা শহিদুল ইসলাম পেরেশান, ব্যাচ ৯৫এর সাধারন সম্পাদক এ এস এম সাইফুল ইসলাম সেন্টু, মিজানুর রহমান অপু, মাসুদ কেনান মাসুদ ডবল, ইউনুস আলী, আশরাফুল ইসলাম ডালিম, সবুজ , রহিম, প্রমুখ।