মেহেরপুর প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকার পতনের সাত মাস পর মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল ফটকের এলইডি সাইনবোর্ড হঠাৎ ভেসে উঠলো “জয় বাংলা, জয় বংগোবন্ধু। বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্র জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামার বাড়ি) মূল ফটকে এই দৃশ্য দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি অফিসের মূল ফটোকের এলইডি সাইনবোর্ডে এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়ে জনতা ও ভিন্নমতাবলম্বী রাজনীতিবিদরা। সকলেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটোকে এসে ক্ষোভ প্রকাশ করতে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ঘটনাস্থলে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওবিএম অপারেটর রবিউল ইসলাম বলেন, ‘সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা উঠেছে। এটা দেখে পুলিশ ও জনগণ এসেছে। সাইনবোর্ডের লাইন টা কেটে দেয়া হয়েছে। আমি এটুকুই জানি।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। এখানে কোন হ্যাকিং এর ঘটনা ঘটেছে না কি অফিসের কেউ বিষয়টির সাথে জড়িত সেটা আগামীকাল অফিসে আমি তদন্ত করব। তদন্ত শেষ হলে বিস্তারিতটা সবার সামনে আসবে।


পূর্ববর্তী খবর