মেহেরপুর প্রতিনিধি :
নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ বেতার (খুলনার) মেহেরপুর প্রতিনিধি সংবাদদাতা রাব্বি আহমেদ এর দাদা বীর মুক্তিযোদ্ধা আতাউল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শনিবার পৌনে ৬টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আতাউল হক মেহেরপুর জেলার গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।
শনিবার দুপুর আড়াইটায় চর গোয়াল গ্রাম মাটপাড়া গোরস্থান ময়দানা মরহুম আতাউল হককে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অবঅনার প্রদান করাহয়। এরপর জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।