মেহেরপুরমেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ২য় দল হিসেবে ফাইনালে উঠেছে মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব।
শনিবার অনুষ্ঠিত ২য় সেমিফাইন খেলায় পূর্ণিমা ক্লাব ৩-০ গোলে গোভিপুর ভৈরবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় বড় ডি-বক্সের কোন থেকে ফ্রি-কিক লাভকরে মদনা পূর্ণিমা ক্লাব। ফ্রি কিক থেকে কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন কায়েস।
প্রথমার্ধে ৩০ মিনিটের মাথায় পূর্ণিমার ক্লাব পেলান্টি লাভ করে। এ সময় পেনাল্টি বাতিলের দাবিতে গোভিপুর ভৈরব ক্লাবের খেলোয়াড়রা খেলতে অস্বীকৃতি জানান। টানা প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর ক্লাব কর্তৃপক্ষের হস্তক্ষেপে পুনরায় খেলা শুরু হয়। এসময় কায়েস পেনাল্টির সাহায্যে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটের মাথায় সেন্ট্রারের কিছুটা নিচ থেকে পলাশ দূরপাল্লার শট নিয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে। ৩-০ গোলে এগিয়ে যাবার পর গোভিপুর ভৈরব ক্লাব একটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব ৩-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব ফাইনালে একই ইউনিয়নের শ্যামপুর রেনবো ক্লাবের সাথে খেলবে। খেলায় বিজয়ী দলের পলাশ ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। সামাদ বালি ভান্ডারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।
পূর্ববর্তী খবর