মেহেরপুর প্রতিনিধি : (২৬.০২.২৫):
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ১৫ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ কাঁটাতার পার করে এ ১৫জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।
বাংলাদেশ অভ্যান্তরে ভারতের থেকে পুশব্যাক করা ব্যক্তিরা হলেন, মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস -৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ (২৪),পাবনার চারমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার(৫০),হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের শাহজালাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(২৮),একই জেলার নরেন্দ্রপুর থানার আব্দুর রফির ছেলে আক্কাস আলী(২৮),নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩),সদর থানার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩),হরিশপুর গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ(২৭),রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর নুর ইসলামের ছেলে শাহিন আলী(২৭), পিরোজপুরের ইন্দোরখানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাই এর ছেলে আজিল সিপাই(৪৫)।
সীমান্ত পার হয়ে তারা মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে অবস্থান নেন এবং পরে বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যান। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের হৃদয়পৃুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সিমান্ত দিয়ে বুধবার রাত ১ টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁতাতারের গেট খুলে তাদের পাঠিয়ে দেয়। পরে তারা শুন্য রেখা পার হয়ে মুজিবনগেরে কেদার গঞ্জ বাজরে এসে বিভিন্ন স্থানে অবস্থান নে। ভোরের ষূর্য উঠার সাথে সাথে তারা বিভিন্ন পরিবহণে করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে পারি জমায়।
পুশব্যাক হওয়া চাপাই নবাব গঞ্জের সিরাজুল ইসলাম জানা, বহরামপুর জেলে ছিলাম। সেখান থেকে আমাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। সেখান থেকে আমাদের কাটাতার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
আক্কাস আলী জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর বুধবার রাতে বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠায়।
মুজিবনগর বিজিবি বিওপি ক্যাম্প কসুবেদার বলেন, বিষয়টি শুনেছে। আমি বিষয়টি খুব খুজছি। বহু জনকে জিজ্ঞাসা করেছি কেউরির কাছে কোন তথ্য পাইনি।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ভোরে কবয়েকজন বাংলাদেশিকে পুসব্যাকের কথা শুনেছি। তবে এবিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।


পূর্ববর্তী খবর