মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর কুলবাড়িয়া গ্রামের সুদখোর উবাইদুল্লাহর বিরুদ্ধে খোঁজখবর নেওয়ায় স্থানীয় আমাদের সূর্যোদয় পত্রিকার দুই সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অপপ্রচার। আর এ অপপ্রচারে মেতেছেন সুদখোর উবাইদুল্লাহর অপর সহযোগী কালবেলার মেহেরপুর প্রতিনিধি খান মোহাম্মদ আল রাফি। অপপচারের সাথে সাথে সাংবাদিক আব্দুর রউফ ও মুহাম্মাদ মহসিন আলীকে বিভিন্ন লোকজনকে দিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলে আভিযোগ করেছেন সাংবাদিক আব্দুর রউফ ও মুহাম্মাদ মহসিন আলী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচার করে মানহানি ও জীবননাশের হুমকী ধামকির অভিযোগ এনে সুদখোর উবাইদুল্লাহ ও তার সহোযোগি খান মোহাম্মদ আল রাফির বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করেছে সাংবাদিক আব্দুর রউফ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার কে এম রেজাউল করিম।
লিখিত অভিযোগে আব্দুর রউফ জানান, সে তার অপর সহকর্মী মুহাম্মদ মহসিনকে সাথে নিয়ে কুলবাড়িয়া গ্রামে জীবন এন্টারপ্রাইজের মালিক উবাইদুল্লাহর কাছে তার সুদ ব্যবসা সম্পর্কে জানতে চায়। উবাইদুল্লাহ বিষয়টি স্বীকার করে। এরপর সে তার ক্যাশ বাক্স থেকে কিছু টাকা বের করে আমাদেরকে দিয়ে নিউজ না করার জন্য বলে। আমরা টাকা না নিয়ে চলে আসি। এরপর উবাইদুল্লাহ তার অপর সহযোগী কালবেলার মেহেরপুর জেলা প্রতিনিধি খান মোহাম্মদ আল রাফির মাধ্যমে তার দোকানের সি সি ক্যামেরায় ধারন করা ভিডিও ফুটেজ এডিটিং করে আমাদের হেও প্রতিপন্ন করার জন্য ফেজবুক পেজে পোস্ট করেছে। বর্তমানে আমাকে ও আমার সহকর্মী মুহাম্মদ মহসীনকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। ডিউটি অফিসার কে এম রেজাউল করিম জানান এ সমন্ধে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।