প্রথম রাজধানি ডেক্স:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা; যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন।’ একইসঙ্গে আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এই তুর্কি নেতা।
বুধবার আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এমনটাই জানিয়েছেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানিয়েছেন তিনি। এছাড়া হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন বলায় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেছেন।
এরদোয়ান বলেন, ‘ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে। পশ্চিমারা ইসরায়েলের কাছে অনেক ঋণী। কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনও কিছুর জন্যই ঋণী নয়। হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়। এটা মুজাহিদীনদের একটি সংগঠন, যারা নিজেদের ভূমিকে রক্ষা করছে। সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল।