মেহেরপুর প্রতিনিধি
ব্র্যাক’ যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্র্যান্ডস ইনক’ সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য ৫ কোটি ৬০ লক্ষ পুনরায় ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব সুতি মাস্ক প্রদিান করেছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর কাছে ২৮ হাজার মাস্ক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ ফজলুল হক,এলাকা ব্যবস্থাপক মোঃ নুরুল আমিন, এইচএনপিপি, মেঃ মুক্তার হোসেন, শাখা ব্যবস্থাপক, মোঃ বিপলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী খবর