প্রথম রাজধানী:
১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং বদলি করেছে দুই জেলা প্রশাসককে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব আনিসুর রহমানকে গাজীপুরের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুরের জেলা প্রশাসক,জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ি জেলা প্রশাসক, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালীর জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিনকে নীলফামারী জেলা প্রশাসক, একই মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমানকে গাইবান্ধার জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগমকে ঝিনাইদহের জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এটিএম গালিভ খানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
একই আদেশে দুই জেলা প্রশাসককে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং ঝিনাইদহের জেলা প্রশাসক মুজিবুর রহমানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।