মেহেরপুর প্রতিনিধি(২৫
ডাকাতির মালামালসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। গাংনী থানা পুলিশের একাধিক দল মেহেরপুর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহষ্পতিবার দিবাগত রাত ব্যাপি এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি মোটর সাইকেল, দুটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রপ্তোরকৃতরা হলো, মেহেরপুর সদরের উত্তর শালিকা গ্রামের আলামিন(২৫), শ্যামপুর গ্রামের মিলন(২৮), মুজিবনগরের শিবপুরের আরিফুল ইসলাম প্রতিক(২৬), শিবপুরের শাকিল(২২), পুরন্দপুরের সবুজ(২৫) ও শামিম ওরফে শিপন(২৬)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ৯ ফেব্রæয়ারী রাতে চিৎলা গ্রামের ডিস ব্যবসায়ি কামরুজ্জামান তার স্ত্রী ও শিশু কণ্যাকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় একদল ডাকাত তাদের গতিরোধ করে গাছের সাথে বেঁেধ সব মালামাল লুট করে। এ ঘটনায় কামরুজ্জামান বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ উন্নত প্রযুক্তির সহায়তায় ডাকাতদের কথোপকথন রেকর্ড করে অবস্থান নিশ্চিত হয়। পরে গাংনী থানা পুলিশের পৃথক পৃথক টিম মেহেরপুর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা বিভিন্ন এলাকায় এক যোগে অভিযান চালিয়ে ডাকাতদেরকে গ্রেপ্তার করে ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে। সেই সাথে ডাকাতদের ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়। ডাকাতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
পূর্ববর্তী খবর