প্রথম রাজধানী :
মেহেরপুরের মুজিবনগরে তিন আদর্শ বাবাকে সম্মননা প্রদানের মধ্যদিয়ে আদর্শ বাবা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারদুপুরের মেহেরপুর সদর উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে, গুড ড্যাডি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর ম্যানেজার সুব্রত টুডু।¡ প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল-আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ ,গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, গুডনেইবারস মেহেরপুর সিডিপির সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদ।
অনুষ্ঠানে বাবা সমাবেশের উদ্দেশ্য ও তাৎপর্য, আদর্শ বাবার দায়িত্ব ও কর্তব্য, বাল্যবিবাহ প্রতিরোধে গুডনেইবারস বাংলাদেশ এর কম’কান্ড, বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করাহয়।
আদর্শ বাবা সমাবেশে আমন্ত্রিত বাবারা শিশু বিবাহ না দেওয়ার শপথ বাক্য পাঠ ও অঙ্গীকার নামায় সাক্ষর করেন।
পূর্ববর্তী খবর