মেহেরপুর প্রতিনিধি (২৫.০২.২৫)
মেহেরপুরে জেলাপ্রশাসকের উদ্যোগে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহেনাজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সরকারি কমিশনার আবির হোসেন, সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভায় বক্তারা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে জাতীয় নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান।

