শরিফুল ইসলাম পলাশ :
নিজে নিজে কিছু করলে হয়ত অন্যের কাছে ছোট হয়ে যেতে হয়, মূল্যায়ন পাওয়া যায় না কিংবা তথাকথিত সামাজিক স্ট্যাটাস পাওয়া যায় না। বর্তমান সময়ে এই ধরনের ভাবনা ভাবার মানুষও নেহায়েত কম না। অনেকেই মনে করেন, এতদূর লেখাপড়া করে ব্যবসা করব? মানুষ কি মনে করবে এই চিন্তায় উদ্যোক্তা হওয়ার চিন্তাও দূরে সরিয়ে রাখে। মনে রাখা দরকার, সাহসী মানুষরাই উদ্যোক্তা হতে পারে।
শেখ আকিজ উদ্দীন মাত্র ১৩ বছর বয়সেই ১৯৪২ সালে নিজ গ্রাম খুলনার ফুলতলার মধ্যডাঙ্গা ছেড়ে জীবিকার অন্বেষণে বেরিয়ে পড়েন । মাত্র ১৬ টাকা হাতে নিয়ে ট্রেনে চেপে বসেন দুরন্ত এ কিশোর। কলকাতায় পাইকারি বাজার থেকে কমলা লেবু কিনে হাওড়া ব্রিজে ফেরি করা শুরু করেন। সেই থেকে শুরু। কিন্তু আমাদের দেশে বিএ, এমএ পাশ করে কেউ উদ্যোক্তা হওয়ার পথে যেতে চাইছে না। তবে হ্যাঁ, শুরুতেই যদি আকিজ কিংবা প্রাণ কোম্পানির মালিক বানিয়ে দেওয়া হয়, তবে সবাই সেটা করতে রাজি হয়ে যাবে। আমাদের মনে রাখা উচিত, কেউ কিন্তু এক লাফ দিয়ে ২০০০ কোটি টাকার টার্নওভার করা কোম্পানির মালিক হন নি। আস্তে আস্তে করে সবাই সামনের দিকে এগিয়ে গেছেন। উদ্যোক্তাদের কিংবা ব্যবসা করার কয়েকটি ইতবাচক দিক আমাদের জানা প্রয়োজন, যদিও বিষয়টি আমাদের সকলের জানা। ( ইউনি ফুডস, মেহেরপুর)।
কেন হবেন উদ্যোক্তা?
পূর্ববর্তী খবর