মেহেরপুর প্রতিনিধি:
“আজ এখান থেকে পথ চলা শুরু”- এই শ্লোগানে মেহেরপুরে সৌখিন পাখি পালকদের মিলন মেলা অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল পাড়ার গিয়াস ল্যান্ড মার্ক এর বাগানে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সৌখিন পাখি পালক মেহেরপুর জেলার আয়োজনে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার সৌখিন ৩৫ জন পাখি পালকরা উপস্থিত ছিলো।
দুপুরের মধ্যহ্ন ভোজন শেষে তিন জেলার সৌখিন পাখি পালকদের নিয়ে পরিচয় পর্ব ও ডাটাবেজ তৈরী করার মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ করেন।
লোচনা সভায় বক্তরা বলেন- বনের পাখি বনে, আর খাঁচার পাখি খাঁচাতে রাখতে হবে। কেউ যাতে বনের পাখি খাঁচাতে না রাখে তার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তারা আরো বলেন, পাখির প্রতি যত্ন নিতে হবে, পাখি পালন করে ব্যবসায়িকভাবে সফল হওয়া যায়। ইন্ডিয়া থেকে চোরায় পথে যারা পাখি আনছে তাদের রোধ করতে হবে। প্রয়োজনে আইনি সহায়তা নিতে হবে।
এসময় বক্তব্য রাখেন মোঃ রাকিবুল হাসান রন, বাপ্পি রহমান, লিটন, পিন্টু, নওশাদ জামান মন্টু প্রমুখ।
পূর্ববর্তী খবর