গাংনী প্রতিনিধি:
“মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে রবিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলােচনা সভা, সুদমুক্ত ঋণ, প্রতিবন্ধীদের নাগরিক কার্ড ও এতিমখানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জাতীয়পার্টি (জেপি)’র মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হালিম, রুরাল ভিশন সংস্থার পরিচালক আনােয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাংনী উপজেলা সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ আবুল মুনসুর।