গাংনি প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার দুটি খাবার ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে নোংরা পরিবেশে খাবার বিক্রি করার অভিযোগে মেহেরপুরের গাংনীতে আমিন ফুড ভিলেজ ও স্বাধীন ফুড ভিলেজের মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সকাল আহমেদের নেতৃত্বে ধবার দুপুরের দিকে গাংনীর কাথুলী মোড়ে আমিন ফুড ভিলেজ ও স্বাধীন ফুড ভিলেজে অভিযান পরিচালনা করেন। এ সময় নোংরা পরিবেশে খাবার বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় আমিন ফুড ভিলেজের মালিক আব্দুস সামাদের ছেলে সুজন আলী এবং স্বাধীন ফুড ভিলেজের মালিক বরকত আলীর ছেলে আব্দুল কাদেরের নিকট থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।