মেহেরপুর প্রতিনিধি:
শনিবার মেহেরপুর পুলিশ পুলিশের মাসিক কল্যাণ সভায় সেরা পুলিশ পরিদর্শক হিসেবে জুলফিকার আলীর নাম ঘোষণা করেন ও পুরুষ্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ জুলফিকারের হাতে তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।
মেহেরপুরে ব্যাংক এজেন্ট খাদেমুল ইসলাম ও ছাগল ব্যবসায়ী তোফাজ্জেল বিশ্বাস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী আটক করায় সেরা পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, সদর থানার ওসি শাহ দারা খান, মুজিবনগর থানার ওসি মেহেদী হাসান, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তোফাজ্জেল বিশ্বাস নামের এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ৮ ঘন্টার মধ্যে ওই দিন রাতে নিহত তোফাজ্জেল বিশ্বাস এর দুঃসম্পর্কের জামাতা লিটন আলীকে আটক করে ডিবি পুলিশ। পরে লিটন আলী একমাত্র আসামী হিসেবে হত্যা কান্ডের সাথে জড়িত থাকার কথা স্বিকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
অপর দিকে, গত বছর ২৬ আগষ্ট মোটরসাইকেল যোগে মেহেরপুরের মুজিবনগর থেকে গাংনীতে আসার পথে, গাড়াডোব-আমঝুপি সড়কে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে ব্যাগ ভর্তি টাকা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। খাদেমুল এর আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন, হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িত এজাহারভুক্ত আসামী আক্তারুজ্জামান সেতু(২১)কে চট্টগ্রাম থেকে আটক করে ডিবি পুলিশ।