গংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলা পোস্ট অফিসের অফিস সহকারী শরিফুল ইসলামের বিরুদ্ধে নতুন ভোটার আইডি কার্ড করে দেওয়ার নামে টকা নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী তাজিুল ইসলাম মৌখিক ভাবে উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন। পরে অভিযুক্ত অফিস সহকারী শরিফুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসে এসে ক্ষমা চেয়ে টাকা ফেরত দেন।
ভুক্তভূগী তাজমুল ইসলাম জানান,আমার জন্ম নিবন্ধনে বয়স কম ছিল। ইউনিয়ন পরিষদ থেকে বয়স বাড়িয়ে পোস্ট অফিসের কম্পিউটারের কাজ করার সময় আমার গ্রামের আনারুল ইসলাম নামে একজন পোস্ট অফিসের আফিস সহকারী শরিফুলের সাথে যোগাযোগ করিয়ে দেন। অনলাইনে আবেদন করার পর শরিফুল আমার এবং আমার ছোট দাদার ছেলের ভোটার আইডি কাড করার জন্য ৬ হাজার ৬’শ টাকা নেন। এরপর আমি নির্বাচন কমিশন অফিসে এসে যোগাযোগ করি। এসময় নির্বাচন অফিস থেকে আমাকে জানায় নতুন ভোটার আইডি কার্ড করতে কোন টাকা পয়সা লাগে না। বিষয়টি আমি উপজেলা নির্বর্বাচন অফিসারকে মৌখিক ভাবে অভিযোগ করি। এরপর নির্বাচন অফিসারের সামনে এসে শরিফুল টাকা ফেরত দেন।
অভিযুক্ত শরিফুল ইসলামের জানান, আমাকে আনারুল ইসলাম ৩হাজার ৩’শ টাকা করে নিতে বলেন। তার কথামতো আমি তাজমুল ও মিনারুলের কাছে থেকে ৬হাজার ৬’শ টাকা নিয়েছি। পরবর্তীতে আনোয়ারুল ইসলাম আমার কাছ থেকে ৬হাজার টাকা নিয়ে গেছেন। আনারুলের কথামতো আমি টাকা নিয়ে ফেঁসে গেছি।
আনারুল ইসলামের মুঠোফোনে জানান, আমি কারো কাছ থেকে কোন টাকা নেই নাই, ওরা আমার গ্রামের ছেলে। এরপর তিনি ফোন কেটে দেন।
গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান, ভুক্তভোগীরা আমাকে মৌখিকভাবে অভিযোগ দিয়েছে।পরে গাংনী উপজেলা পোস্ট অফিসের ওই অফিস সহকারি আমার কাছে এসে ভুক্তভোগীদের টাকা ফেরত দিয়েছেন এবং এমন কাজ করবেন না বলে মৌখিকভাবে ক্ষমা চেয়েছেন।