প্রথম রাজধানী:
ঘুমপাকা রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করায় মেহেরপুরের গাংনীতে সত্যেন্দ্রনাথ (৪০) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ জনুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালিয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম এ অভিযান পরিচালনা করেন। সত্যেন্দ্রনাথ উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের হরেন্দ্র নাথের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিচু জায়গা ভরাটের উদ্দেশ্যে বাইরে থেকে মাটির নিয়ে আসার সময় পাকা রাস্তায় মাটি পড়ে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগের সৃষ্টি হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোষী ব্যক্তি তার দোষ স্বীকার করেন। ফলে ১৮৬০ সালের ২৯১ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের হাকিম মৌসুমী খানম।
মোবাইল কোর্ট পরিচালনায় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন