মেহেরপুর প্রতিনিধি :
গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলামের বিরুদ্ধে চাকরি দেবার নাম অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো: আবু কুয়াফা ( লিখন) নামে এক ভুক্তভোগী।
মো: আবু কুয়াফা ( লিখন) গাংনী উপজেলার কামার খালী গ্রামের মো: হেলাল উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার আস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর।
ভুক্তভোগী মো: আবু কুয়াফা ( লিখন) সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে বলেন, আমি গাংনী পৌরসভার কম্পিউটার অপরেটর হিসাবে অস্থায়ী ভাবে ২০১৯ সালে নিয়োগ প্রাপ্ত ছিলাম। তৎকালীন মেয়র আশরাফুল ইসলাম আমাকে গাংনী পৌর সভায় কম্পিউটার অপরেটর পদে স্থায়ী ভাবে নিয়োগের প্রস্তাব দিয়ে আমর কাছে তের লক্ষ টাকা দাবি করেন। আমি উনার দাবিতে রাজি হয়ে তিন বারে দশ লক্ষ আশি হাজার টাকা প্রদান করি। সাবেক মেয়র আশরাফুল ইসলাম এ টাকা গ্রহণ করে। তিনি নিজ হাতে একটি হাত কপিতে আমকে দশ লক্ষ আশি হাজার টাকা গ্র্রহনের লিখিত কাগজ প্রদান করেন। আর বাকি টাকা নিয়োগ স্থায়ী করনের পরে প্রদানের কথা বলি। তিনি স্থায়ী করনের কথা বল দিনের পর দিন ঘুরাতে থাকে। এর পর গাংনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান মেয়র আহম্মদ আলী জয়লাভ করেন। মেয়র আহম্মদ আলী জয়লাভ করে গাংনী পৌরসভার দায়িত্ব ভার গ্রহণের পর আমাকে কম্পিউটার অপরেটর অস্থায়ী পদ থেকে অব্যহতী প্রদান করেন।
বিষয়টি আমি সাবেক মেয়র আশরাফুল ইসলামকে আবগত করে টাকা ফেরত চাই। এতে তিনি ক্ষিপ্ত ভাবে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকী দিচ্ছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে আমার বিরুদ্ধে মানহানি সহ মিথ্যা মামলায় জড়িয়ে দেবে ও আমাকে সহ আমার পরিবারকে হত্যা করে ফেলবে বলে হুমকী ধামকি দিচ্ছেন।
বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। এ ছাড়া আর্থ অভাবে দিন যাপন করছি।
বিষয়টি আমি সাংবাদিকদের লিখনির মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী সহ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনর দৃষ্টি আকর্ষনের অনুরোধ করছি। সেই সাথে মেয়র আশরাফুলের বিচার দাবি করছি।