মেহেরপুর প্রতিনিধি:
গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন করে ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে সম্প্রতি করোনা ভাইরাস সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল তারমধ্যে শনিবার রাতে ৬৫ টি রিপোর্ট এসেছে । ৬৫ টি রিপোর্টের মধ্যে ২৫ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান,সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, শনিবার তার মধে ২৫ টি পজেটিভ রিপোর্ট । বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ২৩১ জন। এর মধ্যে সদর উপজেলায় ১২৬, গাংনী উপজেলায় ৮০ ও মুজিবনগর -২৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৮২। এছাড়াও জেলায় সদর উপজেলায় ৮৪, গাংনী উপজেলায় ৫৮ ও মুজিবনগর -৪০ জন।
স্বাস্থ্যবিধি না মানা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, মাস্ক পরিধান না করায় সংক্রমণ বাড়ছে বলে মনে করেন সিভিল সার্জন।